সর্বশেষ


Saturday, November 17, 2018

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুই দিন ব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত


১৬ ও ১৭ নভেম্বর ২০১৮ খ্রি: দুইদিন ব্যাপী চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে জব ফেয়ার অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP) এর অর্থায়নে এবং বিডিজবসের সহযোগিতায় অনুষ্ঠিত এই মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রাক্তন পরিচালক জনাব মাহফুজুল হক শাহ। এই মেলায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানের ২৪ টি স্টলে দুই সহ¯্রাধিক চাকরিপ্রার্থী বিভিন্ন পদে প্রায় নয় হাজার বায়োডাটা জমা দেন।

মেলার দ্বিতীয় দিনে একটি সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ নির্বাচিত চাকরিপ্রার্থীদের প্যানেল তৈরির মাধ্যমে কয়েকজনকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ প্রদান করেন এবং পরবর্তীতে প্রয়োজনীয় কর্মকর্তা নিয়োগের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। 


সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ বি এম আজাদ, প্রকল্প পরিচালক, স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (ঝঞঊচ) ও অতিরিক্ত সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. এম মহিউদ্দিন চৌধুরী, পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক, ক্লিফটন গ্রুপ, জনাব সরোজ কান্তি চক্রবর্তী, জেনারেল ম্যানেজার, জিপিএইচ ইস্পাত লিমিটেড। ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নূরুল কবীর এর সভাপতিত্বে কী নোট প্রেজেন্টেশন করেন জনাব মো. জিল্লুর রহমান, কমিউনিকেশন এ্যান্ড মোবিলাইজেশন স্পেশালিস্ট, স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (STEP)। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি এ বি এম আজাদ বলেন, বর্তমানে কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকেনা। কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত দক্ষ জনশক্তিকে নিয়োগ দেয়ার জন্য দেশের শিল্প প্রতিষ্ঠানসমূহ সবসময় উন্মূখ হয়ে থাকে। তারই প্রকৃষ্ট প্রমাণ আজকের এই চাকরি মেলা। সভাপতি ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. নূরুল কবীর দুইদিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি/কর্মকর্তাসহ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

No comments:

Post a Comment