সর্বশেষ


Sunday, November 11, 2018

ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং-২০১৯


২০১০ প্রবিধান অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং এর নিয়মাবলী দেয়া হল । যে সকল শিক্ষার্থীরা এবার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ যাবেন,আশা করি আপনাদের উপকারে আসবে। ৮ম পর্বে ১৬ সপ্তাহে ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং সম্পন্ন হবে ১২ সপ্তাহ ইন্ডাষ্ট্রি বা সংস্থায় এবং ৪ সপ্তাহ ইন্সটিটিউটে ইন্ডাষ্ট্রি বা সংস্থায় এবং ইন্সটিটিউটে ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং এর মোট ১৬ সপ্তাহের কার্যক্রমের উপর একটি প্রতিবেদন তৈরি করে ছাত্র-ছাত্রীদেরকে ব্যবহারিক পর্ব সমাপনী পরীক্ষার সময় মূল্যায়নের জন্য পরীক্ষকদের সামনে উপস্থাপন করতে হবে। কোন শিক্ষার্থীর হাজিরা ৮০% এর নীচে থাকলে ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং এ অনুত্তীর্ণ ঘোষনা করা হবে। ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং ক্রেডিট এর একটি ব্যবহারিক বিষয় হিসেবে বিবেচিত হবে, যার মোট নম্বর হবে ৩০০। উক্ত মোট নম্বরের মধ্যে ২০০ নম্বর ইন্ডাষ্ট্রি বা সংস্থায় ট্রেনিং এর জন্য এবং ১০০ নম্বর ইন্সটিটিউটে ট্রেনিং এর জন্য নির্ধারিত থাকবে।

কোথায় ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং করবেন ?
ইন্ডাষ্ট্রিয়াল ট্রেনিং বা আমরা অনেকে বাস্তব প্রশিক্ষণ বলি অর্থাৎ বাস্তব প্রশিক্ষণ বা প্রাকটিক্যাল কাজের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন। ধরুন আপনি কম্পিউটার এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করছেন।তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পর, আপনার দরকার নির্দিষ্ট বিষয়ের উপর বাস্তব/প্রাকটিক্যাল ধারণা নেবার (যেমন: একটা সফটওয়্যার বানানো, ওয়েবসাইট ডিজাইন করা, নিজ হাতে নেটওয়ার্কিং করা, ইলেকট্রনিক্স কোনো ডিভাইস বানানো ইত্যাদি)।এ ক্ষেত্রে সব চাইতে ভালো হয়, আপনি যদি কোনো কোম্পানি/কারখানা তে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং (বাস্তব প্রশিক্ষণ) এর সুযোগ পান। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বাংলাদেশের সম্পদ। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ডিগ্রী পাওয়ার পরেই সবার জব করার তীব্র আকাংখা থাকে। সবাই ভাবে ডিপ্লোমা শেষ করেই জবে জয়েন করতে পারবে, জব এভেইল্যাবল। ৪ বছর অনেক কষ্ট করে ডিপ্লোমা শেষ করার পরই বোঝা যায় রিয়েলিটি। জব নেই, জবের জন্য হাহাকার। 

আসলেই কি জব নেই? 
উত্তর: আসলেই জব আছে তবে দক্ষ ও অভিজ্ঞদের জন্য। দক্ষতা হলো কোনো বিষয় সম্পর্কে অগাধ জ্ঞান যা ট্রেনিং করে অর্জন করতে হয়। অন্যদিকে অভিজ্ঞতা হলো রিয়েল ফিল্ডের কাজ যা জব করে অর্জন করতে হয়। এই দুইটির যেকোনো একটি থাকলেই আপনি জব পাবেন অনায়াসে। যেহেতু আপনি সদ্য পাশ করবেন মাঝে শুধু ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, তাই আপনাকে এই সুযোগ কাজে লাগিয়ে দক্ষ হতে হবে, নিজেকে জবের জন্য প্রস্তুত করতে হবে। তাহলে আপনাকে আর জব খুঁজতে হবেনা, জবই আপনাকে খুঁজে নিবে। 

3 comments:

  1. #আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ি!
    আমি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য
    ভালো একটা ইন্ডাস্ট্রি / কোম্পানি খুজছি ।
    আপনারা যদি কেউ আমাকে একটা সন্ধান
    দিতে পারেন তাহলে খুব উপকৃত হব !

    #আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়ি!
    আমি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর জন্য
    ভালো একটা ইন্ডাস্ট্রি / কোম্পানি খুজছি ।
    আপনারা যদি কেউ আমাকে একটা সন্ধান
    দিতে পারেন তাহলে খুব উপকৃত হব !
    My contactnumber: 01737426435

    ReplyDelete
  2. আপনি নিচের গ্রুপে পোষ্ট করেন পেয়ে যাবেন

    https://www.facebook.com/groups/diploma2bsc/

    ReplyDelete
  3. আমি ও খুজতে ছি
    আমার নাম্বার:০১৬৩০১৪৮৯৫০

    ReplyDelete